Chairman Speech

কক্সবাজার জেলার অন্যতম নারী শিক্ষার প্রতিষ্ঠান 'চকরিয়া আবাসিক মহিলা কলেজ' নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের আধুনিক তথ্য ভান্ডারের সাথে যুক্ত হচ্ছে জেনে আমি অতিশয় আনন্দিত। এই মাহেন্দ্রক্ষণে কক্সবাজার জেলার শিক্ষা বিপ্লবের রূপকার, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাহউদ্দীন আহামদসহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে যে সকল মহৎপ্রাণ ব্যক্তি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভূমিকা রেখেছেন তাদের প্রতি হার্দ্যিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি,ওয়েবসাইটটি তথ্যবহুল হবে এবং আপডেট থাকবে। এর মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিতিসহ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সংশ্লিষ্ট পক্ষসমূহ ব্যাপকভাবে উপকৃত হবে বলে আমি মনে করি। তাই ওয়েবসাইট প্রস্তুতকরণের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বহু বছর পূর্বে বলেছিলেন " বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে"। কবির সেই স্বপ্ন আজ চরম সত্য ও বাস্তব । অবাধ তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা খুবই সৌভাগ্যবান। কারণ ঠিক এই সময়টাতে পুরো পৃথিবীতে তথ্য প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমাগত বিকাশের সঙ্গে আমরা কতদূর এবং কী কী প্রতিষ্ঠা করতে সক্ষম হব তা অনুমান করা কঠিন। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের ভবিষ্যৎ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial intelligence -AI) আধিপত্য। বিজ্ঞানের এই দ্রুত অগ্রগতি ও গতিশীলতা জানতেও আমাদের আপডেটের থাকতে হবে। এই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকেই চাই প্রযুক্তির সঠিক জ্ঞান আহরণ ও ব্যবহার করে জীবনযাত্রা ও তথ্য আদান-প্রদানের মান আরো সহজ ও সাবলীল করে তুলতে। সেটি আমরা করি ওয়েবসাইট, ফেসবুক অথবা অ্যাপের মাধ্যমে। ওয়েবসাইট বর্তমানে একটি অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে, যা ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ওয়েবসাইট একেকটি তথ্য ভান্ডার। এর মাধ্যমে আপনি ও প্রতিষ্ঠানের তথ্য ও কার্যক্রমকে ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সারা বিশ্বের মানুষের কাছে সহজে পৌঁছে দিতে পারেন। পরিশেষে আশা করি,এই ওয়েবসাইট সংশ্লিষ্ট সকলকে তথ্য প্রযুক্তির মহাসড়কে নিয়ে যাবে, শিক্ষার্থীরা নিজেদেরকে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং এই প্রতিষ্ঠানের সুনাম ও সুখ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে পৌঁছে যাবে। মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজি সভাপতি গভর্নিং বডি চকরিয়া আবাসিক মহিলা কলেজ চকরিয়া,কক্সবাজার।